আলোচিত জুলাই শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে দুজনকে ১৩ বছর এবং একজনকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন: শাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। এদের মধ্যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন বুধবার সকালে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান জানান, আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আদালত আজ ন্যায়বিচার করেছেন।
এর আগে রায় ঘোষণার সময় তিন আসামিকেই পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরদিন (১৯ মার্চ) তিনি নিজেই দুমকি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুমকি থানার পরিদর্শক তদন্ত মো. রফিকুল ইসলাম ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রথমে দুজনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত হয়। তিন আসামির বয়সই ১৮ বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়।
ঘটনার এক মাস পর ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেকের একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।