পাঁচবিবিতে তারুণ্যের উৎসব ২য় ভার্সন উদযাপন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৪:৪০ পিএম
পাঁচবিবিতে তারুণ্যের উৎসব ২য় ভার্সন উদযাপন

তারুণ্যের উৎসব-২০২৫ (২য় পর্যায়) উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও সমমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বির্তক, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি বেলায়েত হোসেন 

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাবেক সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল হাই।

প্রতিযোগিতায়" অন্যায়ের উপর প্রতিবাদই একমাত্র উপায়, নতুন সমাজ বির্ণিমানে তরুণ সমাজের ভূমিকায় মুখ্য ও দূর্নীতিই উন্নয়নের পথে একমাত্র বাধা বিষয়ের উপর বির্তকে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। পরে বির্তক, রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে