ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন গোস্তের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার সকালে এ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এসময় তার উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তার জিননু রাইন ও পৌর সভার পরিদর্শক আলমগীর হোসেন।
উপজেলা পশু অধিদপ্তরের ডাক্তার জিননু রাইন বলেন, মাংস দোকান পরিদর্শনকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী কোন লাইসেন্স পাওয়া যায়নি। পাশাপাশি ছাগী বা বকনা নির্দেশক লেভেলিং ব্যবহার না করা এবং রুগ্ন গরু মাংস বিক্রয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন ছাগল ও একজন গরুর মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়। এসময় মাংসের দোকানে খাবার অযোগ্য গরুর কলিজা মাটিতে পুতে ফেলা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, শহরের দোকান গুলোতে নিম্নমানের গোস্ত বিক্রি করা হয়ে থাকে এমন অভিযোগে বুধবার সকালে শহরে প্রতিটি ছাগল ও গরুর গোস্তের অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের পুরাতন বাজারের ছাগলের গোস্ত ব্যবসায়ী মোস্তফা বিশ্বাসকে এক হাজার টাকা, আব্দুস ছালামকে পাঁচশত টাকা এবং কোটচাঁদপুর রোডে গরুর গোস্ত ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১৫০০ টাকা জরিমানা করেন।