ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি হুইলারে অবাধ যাতায়তে বাড়ছে দুর্ঘটনা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি হুইলারে অবাধ যাতায়তে বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নানা অনিয়মে চলছে যানবাহন। আইন করেও নিশ্চিত করা যাচ্ছে না সড়কে শৃংখলা। অবৈধ্য ভাবে যান চলাচল করছেই। মহাসড়কে থ্রি হুইলারের অবাধ যাতায়তের কারনে দুর্ঘটনা বেড়ে গেছে। সড়ক পারাপারে ভালুকা বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রীজ থাকলেও সড়কের ডিভাইডারের লোহার বেড়ার ফাঁকা দিয়ে মানুষজন সড়ক পারাপার করতে দেখা গেছে। হকাররা ফুটপাত দখলে করে নিয়েছে। আবার মহাসড়কে উল্টো পথে ভটভটি.অটো-রিকসা.সিএনজি চলাচল করছে। এতে প্রায় সময় বাসস্ট্যান্ড এলাকায় দুরপাল্লার গাড়ীগুরো যানজটে পড়তে হয়। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল থেকে গাজীপুরের মাওনা পর্যন্ত সড়কে আইন কানুনের কোন বালাই নেই। সড়কে বিশৃংখলা লেগেই আছে। অভিযোগ রয়েছে টিআইসহ ট্রাফিক পুলিশকে ম্যানেজর করেই মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল করছে। এতে দুর্ঘটনা বেড়ে গিয়েছে। সড়কের বাস স্ট্যান্ড গুলোর দু,পাশে বাজার বসে। আবার শিল্পাঞ্চলে শ্রমিকবাহী ও কারখানার কাচামাল বাহী ট্রাক পণ্য খালাসের জন্য সড়কের দুই পার্শ্বে দাড়িয়ে থাকে এতে সড়ক সরু হয়ে যানজট সৃষ্টি হয়। এক ইউর্টান হইতে আরেক ইউর্টানের দুরত্ব বেশী হওয়া অনেক সময় উল্টো পথে গাড়ী চলাচল করে থাকে। অদক্ষ্য চালক ও ফিটনেজ বিহীন গাড়ী মহাসড়কে ধাপিয়ে বেড়াচ্ছে। বেপোরোয়া ভাবে চলায় দুর্ঘটনা আগের চেয়ে বেড়ে গেছে। 

২০১৫ সালে মহাসড়কে ভটভটি.অটো-রিকসা.সিএনজি চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়। কিন্ত হাইওয়ে পুলিশ কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। মাঝে মধ্যে কিছু ধীর গতির যান আটকালোও রহস্যজনক কারনে মহাসড়ক থ্রি হুইলার গাড়ী দখলে রয়েছে। আইন প্রয়োগে সরকারী সংশ্লিষ্টদের অনীহা এখনো আগের অবস্থায় রয়ে গেছে। শৃংখলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষজ্ঞদের দেয়া মতামত চাপা পড়ে গেছে। মহাসড়কে সব ধরনের ধীর গতির যানচলাচল নিষিদ্ধ ঘোষনার পরও এখনো কার্যকরী ব্যাবস্থা নিতে পারেনি সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে