নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২২ অক্টোবর ওই অভিযান পরিচালনা করা হয় সদরের বাইপাস মোড়ে। এ সময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক্স হর্ণ ব্যবহারকারী যানবাহন আটক করা হয়। অপরাধের দায়ে তিনটি যানবাহনের দুই হাজার পাঁচ শো টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় নিষিদ্ধ ঘোষিত ৫টি হাইড্রলিক্স হর্ণ। পরে সেগুলো ধ্বংস করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় এ অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ করা হয়। প্রত্যেক গাড়ীতে স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।