বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল পদযাত্রা করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
বুধবার জোহরের নামাজ শেষে হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচার কার্যক্রমের সূচনা করেন। সেখান থেকে চৌহাট্টা ও জিন্দাবাজার হয়ে নগরীর কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে গিয়ে পদযাত্রাটি এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
এই পদযাত্রায় সিলেটের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক, হিন্দু-খ্রিস্টান-মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পদযাত্রাকারীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে আরিফুল হকের প্রতি সমর্থন জানিয়ে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন।
সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, "আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দলের একজন কর্মী। এই সিলেট জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। আজ আমি আপনাদের সামনে এসেছি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার ও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে।"
তিনি আশা প্রকাশ করেন, দলীয় হাইকমান্ড সিলেটের মানুষের মতামতের প্রতিফলন ঘটিয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন দেবে। পাশাপাশি তিনি সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বলেন, এখনো বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, "আমি এই নগরের খাদেম হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা পেয়েছি। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও, হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো।"
পদযাত্রায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে সিলেট-১ আসনে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আসুন, আমরা সবাই এক হয়ে ধানের শীষকে বিজয়ী করি।"