সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমাস জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টায়, চারিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালিদাড়া কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে, চতুল-লালাখাল সড়কে এ ঘটনা ঘটে ।
স্থানীয়দের বরাতে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইরঘাট বিওপির চারজন বিজিবি সদস্য দুইটি মোটরসাইকেলে টহল চালাচ্ছিলেন। এ সময় কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আলমাস উদ্দিন।
ঘটনার পরপরই নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে।
এদিকে, ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন। তবে বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।