কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:০৩ পিএম
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি মৌজায় পৈতৃক রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল এবং বাগানের গাছ কেটে বিক্রির যে অভিযোগ এম এ আফজল-এর বিরুদ্ধে আনা হয়েছে, তা তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বুধবার( ২২ অক্টোবর ) বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করে তিনি। আফজাল হোসেন কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের জালাল সানার পুত্র। এ সময় সংবাদ সম্মেলনে তিনি তার মালিকানার পক্ষে ১৯৭৪ সালের বৈধ দলিল ও দীর্ঘদিনের ভোগদখলের তথ্য তুলে ধরেন। ​তার দাবি ঘুগরাকাটি গ্রামের আঃ রাজ্জাক সানা এই মিথ্যা অভিযোগ আনেন। তার অভিযোগ মিথ্যা ভিত্তিহীন জানিয়ে এম এ আফজল বলেন, "এস.এ খতিয়ান নং-১৭৪, দাগ নং-১৫০ ও ১৫৮-এর মোট ০.৯৪ একর জমি নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তার ভিত্তি নেই। ​এম এ আফজল জানান, তার পিতা মৃত জালাল সানা ১৯৭৪ সালে মৃত ফজর সানার নিকট থেকে ৭৯২/৭৪ দলিল মূলে বৈধভাবে জমিটি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে অর্থাৎ বিগত ৫০ বছরেরও অধিক সময় ধরে তারা এই সম্পত্তি নির্বিঘ্নে ভোগদখল করে আসছেন। এই দীর্ঘ সময়ে তারা জমিতে পাকা ঘরবাড়ি, মসজিদ স্থাপন এবং গাছপালা লাগিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই জমির সমস্ত কর-খাজনা এবং ভূমি উন্নয়ন কর নিয়মিতভাবে সরকারি কোষাগারে পরিশোধ করা হয়েছে এবং সমস্ত রেকর্ড তাদের নামেই আছে। ​এম এ আফজল অভিযোগ করেন, "একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য আঃ রাজ্জাক সানাকে ব্যবহার করে আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘৃণ্য চেষ্টায় লিপ্ত হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানো বা গাছ কেটে বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ​তিনি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান, তারা যেন নিরপেক্ষভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ১৯৭৪ সালের বৈধ দলিল ও দীর্ঘদিনের নিষ্কণ্টক ভোগদখলের তথ্য যাচাই-বাছাই করে দ্রুত একটি সুষ্ঠু তদন্ত সম্পন্ন করেন। তিনি আশা করেন, গণমাধ্যম প্রকৃত সত্য তুলে ধরে তাকে এই হয়রানি থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

আপনার জেলার সংবাদ পড়তে