লাউয়াছড়ায় গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সিপিজি সদস্যের মৃত্যু

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) :
| আপডেট: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ পিএম | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ পিএম
লাউয়াছড়ায় গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সিপিজি সদস্যের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া নামের (৬৫) বছরের এক বৃদ্ধ মারা গেছেন। 

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) ভোরে প্রতিদিনের মত রাতের ডিউটি পালন শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে পায়ে হেটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিপিজি সদস্য মো. সিরাজ মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ ঘটনাস্থলে ছুটে যায়। আমরা লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সকল সদস্য ও বনবিভাগ নিহত সিরাজ মিয়ার পরিবারের পাশে আছি। এসময় তাৎক্ষণিকভাবে সিরাজ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হয়। নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল  ডলুছড়া এলাকার সিএমসি অফিস সহায়ক বাবুল মিয়ার পিতা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘটনাটি বুধবার ভোরে সংঘটিত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘাতক গাড়িটি চিহ্নিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে