মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনও সম্পদের ক্ষতি ”এ স্লোগানের মধ্যে দিয়ে ,আমতলী উপজেলা প্রশাসনের উদ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে বুধবার বেলা ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খানের সভাপতিত্বে ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ,সহক্রীকমিশনার (ভ’মি) মো: আশরাফুল ইসলাম , উপজেলা কৃষিকর্মকর্তা মো: রাসেল ,আমতলী থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো: সাইদুল ইসলাম, ট্রাফিক সার্জন মো: সোয়াইবুল ইসলাম , পৌর বি,এন,পির সদস্য সচিব জালাল আহম্মেদ, এন,সি,পির আহবায়ক বায়জিদ হোসেন, ফায়ার সার্ভিসের ইউনিডকমান্ডার মো: মোস্তফা , সাংবাদিক মো: জাকির হোসেন (প্রমুখ)