উপজেলা পর্যায়ে বিচার প্রার্থীদের যথাযথ বিচার প্রাপ্তিতে আইনী সহায়তা নিশ্চিতে বরগুনার পাথরঘাটায় লিগ্যাল এইডের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সুইডেন সরকারের অর্থনৈতিক সহায়তায়, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, নজরুল স্মৃতি সংসদের আয়োজনে সিআরইএ প্রকল্পের আওতায অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চৌধুরী মাসুম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি নাহিদ সুলতানা লাকি, জেলা লিগ্যাল এইডের সদস্য মির্জা শহিদুল ইসলাম খালেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহসিন হোসেন, পাথরঘাটা থানা এসআই শাহারীয়ার জামাল, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল প্রমুখ।
সভায় পাথরঘাটা উপজেলা পর্যায়ে বিচার প্রার্থীদের নানা সমস্যা তুলে ধরা হয়। এছাড়াও পাথরঘাটা উপজেলায় নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতনের হার সহ তথ্য তুলে ধরা হয়।