চাঁদপুরে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিলেন শেখ মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ পিএম
চাঁদপুরে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিলেন শেখ মানিক

দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চাঁদপুর -৩ সদর আসনে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বুধবার সকালে শহরের নিজ বাসভবনে সদর উপজেলা ও পৌর বিএনপি'র এ দুটি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দের সাথে পর্যায়ক্রমে বৈঠক করেন। আগের দিন সদর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। 

এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,এবারের জাতীয় নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন। 

আমরা সবাই মিলে নির্বাচন করব ধানের শীষের। এ ব্যাপারে সকল পর্যায়ের নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি পরামর্শ গিয়ে এখন থেকেই নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ডালিসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, শেখ ফরিদ আহমেদ মানিক বেশ কিছুদিন যাবত বিদেশে সিঙ্গাপুর অবস্থান করেন। দেশে ফিরে মঙ্গলবার (২১ অক্টোবর)  পুনরায় দলীয় সাংগঠনিক কাজে তৎপর হয়ে ওঠেন। 

আপনার জেলার সংবাদ পড়তে