নোয়াখালীর বেগমগঞ্জে এক বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঐ বাড়ির ঘরের মুল দরজা ভেঙ্গে স্টিলের আলমারিতে রাখা নগদ ১লক্ষ ৭০হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। সোমবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন গৃহকত্রী তানিয়া আকতার।
তানিয় বেগম জানান, আমার বাবা অসুস্থ থাকায় আমার বাবাকে নিয়ে আমি চট্রগ্রাম হাসপাতালে ছিলাম। এই সুযোগে ডাকাত দল রবিবার গভীর রাতে আমার ঘরের স্টিলের আলমারির তালা ভেঙ্গে ঘর মেরামতের জন্য রাখা নগদ ১লক্ষ ৭০হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এই বিষয়ে ইতোমধ্যে আমি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার ডাকাতি হওয়া নগদ টাকা ও স্বর্নালংকার ফেরত পেতে আমি প্রশাসনের সাহায্য কামনা করছি।
অপরদিকে গ্রামবাসী জানান, বেগমগজ্ঞ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের রহম বেপারি বাড়ীর দীন মোহাম্মদের ঘরে কেউ না থাকায় ঘরের দরজা ভেঙ্গে ডাকাতদল স্টিলের আলমারিতে রাখা নগদ ১লক্ষ ৭০হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।