রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, গতরাতে জেনেভা ক্যাম্পের ভেতরে সংঘর্ষ চলছিল। সেটি দেখতে বাসা থেকে বের হয় জাহিদ।
সেখানে দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় সে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান জাহিদ আর বেঁচে নেই।
জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন জাহিদ। তার বাবার নাম মো. ইমরান (মৃত)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
প্রসঙ্গত, জেনেভা ক্যাম্পে মাদক কারবারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে। গত কয়েকদিন ধরেও জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা, চুয়া সেলিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দুইদিন আগে আইন-শৃঙ্খলা বাহিনী ৩২টি ককটেলসহ বেশ কয়েকজনকে আটক করে।