মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক চাঞ্চল্যকর দৃশ্য এখন সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। ফুটপাতের দোকানের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী খুশি মুখার্জি। একের পর এক আতশবাজির বক্স তুলে রাস্তায় ছুড়ে ফেলছেন তিনি, দোকানদার ও পথচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন। উপস্থিত লোকজন কেউ কেউ ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, দোকানের সামনে নীল রঙের একটি মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ির মালিক খুশি মুখার্জি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘সবাই দীপাবলি উদযাপন করবে, কিন্তু আমার গাড়ি ঠুকে চলে গেল, আর তোমরা এখানে পটকা বিক্রি করছো!’ ক্ষুব্ধ খুশির কথা শুনে এক দোকানি পাল্টা বলেন, ‘ওকে বোঝাও, ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।’ এর পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওর অন্য অংশে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন খুশি। তিনি বলেন, ‘আমার গাড়ি ঠুকে গেল রিকশাওয়ালা, আপনাদের ১০০ নম্বরে ফোন করেও কেউ ধরেনি, এটা চলবে?’ পুলিশ কর্মকর্তারা তাকে শান্ত করার চেষ্টা করলেও খুশি তখনো রাগে ফুঁসছেন এবং দোকানের জিনিস রাস্তায় ছুড়ে চলেছেন।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ঘটনাটি ঘটে যখন একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশের কেউ রিকশাটি আটকায়নি, এতে ক্ষোভে আশপাশের দোকানে রাগ ঝাড়েন তিনি। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
খুশি মুখার্জি মূলত দক্ষিণ ভারতের অভিনেত্রী। ২০১৩ সালে তামিল ভাষার ‘আঞ্জল থুরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু হয়। পরবর্তীতে তেলেগু ও হিন্দি ভাষার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’-এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক পরিচিতি পান।
এছাড়া খুশি অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজে, যার মধ্যে কিছু প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিরিজও রয়েছে, যেমন ‘গান্ডু’ (২০১৯), ‘নুরি’ (২০২০) ও ‘স্ট্রেঞ্জার’ (২০২১)।