দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ আবারও বাবা হতে যাচ্ছেন। স্ত্রী উপাসনা কোনিডেলা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। দীপাবলির দিনে নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর জানিয়েছেন এই তারকা দম্পতি। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
উপাসনা ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে এক আনন্দমুখর সাধ অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে সবাই উপাসনাকে আশীর্বাদ দিচ্ছেন ও উপহার দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “এই দীপাবলি ছিল দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ কৃতজ্ঞতা। আমরা শিগগিরই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।” ভিডিওর শেষে দেখা যায়, পর্দায় ভেসে উঠছে “নতুন সূচনার উদযাপন” লেখা, সঙ্গে দুটি ছোট্ট পায়ের প্রতীকচিহ্ন।
যদিও দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, তবুও পোস্টের ভাষা ও ভিডিওর দৃশ্য দেখে ভক্তরা ধরে নিয়েছেন, রাম চরণ ও উপাসনা আবারও সন্তান প্রত্যাশা করছেন। ভিডিওটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই রিঅ্যাকশন পড়ে প্রায় দুই লাখ, এবং নেটিজেনরা অভিনন্দনে ভরিয়ে দেন মন্তব্য বিভাগ।
রাম চরণ ও উপাসনার প্রেমের গল্প শুরু হয় কলেজজীবনে। তখন তারা ছিলেন ভালো বন্ধু, পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান। রাম চরণের ‘মাগাধীরা’ মুক্তির পর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। ২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে তাদের বাগদান হয় এবং পরের বছর ১৪ জুন জাঁকজমকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ১১ বছর পর, ২০২৩ সালের ২০ জুন তাদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারা কোনিডেলার জন্ম হয়।
একসময় উপাসনা জানিয়েছিলেন, ক্যারিয়ার ব্যস্ততার কারণে সন্তান নেওয়ার পরিকল্পনা নেই। কিন্তু কন্যার জন্মের দুই বছর না যেতেই ফের দ্বিতীয় সন্তানের খবরে উচ্ছ্বসিত এই দম্পতির অনুরাগীরা। সহকর্মীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাম চরণকে।