ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ সুখকর শুরু হলো না। অ্যাডিলেডে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র চার বল খেলেই এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। এটি তার ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ঘটনা।
সিরিজের প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্কের বলে আট বল খেলে কোনো রান করতে না পারার পরই ফেরেন কোহলি। দ্বিতীয় ম্যাচে জাভিয়ার বার্টলেটের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেননি তিনি। এই দুই ম্যাচে শূন্যে ফেরায় তার অভিজ্ঞতার নতুন অধ্যায় শুরু হলো, যা ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতিহাসে আগে ঘটেনি।
ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ডে কোহলির অবস্থান উল্লেখযোগ্য। তার শূন্যে ফেরার সংখ্যা এখন ১৮, যা যুবরাজ সিং ও আনিল কুম্বলের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে। শচীন টেন্ডুলকারের ২০টি শূন্য এখনও সবার উপরে, তবে কোহলি তার কাছাকাছি। তিন ফরম্যাট মিলিয়ে তার শূন্যের সংখ্যা দাঁড়িয়েছে ৪০, যেখানে জাহির খানের রেকর্ড ৪৩।
বিশ্ব রেকর্ডের দিকেও নজর রাখলে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্যের সংখ্যা রয়েছে শ্রীলঙ্কার সানাৎ জায়াসুরিয়ার ৩৪ বার। কোহলির টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ভারতের ক্রিকেট সমর্থকদের কাছে ব্যথা হলেও, তার অভিজ্ঞতা ও প্রতিভা দলের জন্য অমূল্য।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, “কোহলির এমন ঘটনা বিরল হলেও তার দক্ষতা ও মানসিক শক্তি একবারে ম্যাচে ফেরার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতার এই পর্যায়ে এমন চাপ সহ্য করা সবার জন্য শিক্ষণীয়।”