বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে পৃথক দুটি অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকারী ৪৩ জন অসাধু জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ হিজলার যৌথ অভিযানে পৃথক দুটি অভিযানে ৪৩ জন অসাধু জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নয়জনের নামে নিয়মিত মামলা দায়ের করেছে। অন্যান্যদের বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের পরিচালিত ভ্রাম্যমান আদালতে ১৯ জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাকি ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।