ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন রাইস মিলের দেড় লাখ টাকা জরিমানা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় পরিবেশ আইন অমান্য করায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরিবেশ ও মানুষের ক্ষতি করার বিষয়টি প্রকাশ্যে বলেছেন স্থানীয় ভুক্তভোগি লোকজন।
ইউএনও’র দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। অভিযানকালে তিনি পরিবেশ আইন অমান্য করায় জবাবদিহীতা চান তিন রাইস মিল কর্তৃপক্ষের কাছে। রাইস মিল গুলি হচ্ছে- মো. ফারূক মিয়ার ফারদিন অটো রাইস মিল, মো. আবু হানিফের মেসার্স মাস্টার এ্যাগ্রো ফুড ও হাজী রমজান আলীর মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিল। ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করায় প্রত্যেক রাইস মিলকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন।