দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:২১ পিএম
দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

প্রধান উপদেষ্টার নেওয়া সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরের উদ্যোগ সহযোগী ও আমলাতন্ত্র যথাযথভাবে এগিয়ে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

তিনি বলেন “প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ নানা সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু সহযোগী মহল ও প্রশাসনিক জটিলতায় সেই উদ্যোগগুলো প্রত্যাশিত গতি পায়নি।”

ড. দেবপ্রিয় বলেন, আগামীদিনের নির্বাচনী ইশতেহারে এমন সংস্কারমূলক প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত করা জরুরি, যার ধারাবাহিকতা নতুন সরকার বজায় রাখবে। নতুন বাংলাদেশ গড়তে এবং মধ্যম আয়ের টেকসই অবস্থানে পৌঁছাতে এসব সংস্কার অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “দেশে এক ধরনের সংস্কারবিরোধী জোট তৈরি হয়েছিল। এই জোট ভাঙতে হলে নির্বাচনী ইশতেহারেই স্পষ্টভাবে সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।”

অন্তবর্তীকালীন সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারকে স্পষ্ট করতে হবে তারা কতটুকু সংস্কার সম্পন্ন করতে পেরেছে এবং বাকি মেয়াদে কতটুকু করবে। অসম্পূর্ণ কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখার দিকনির্দেশনাও ইশতেহারে থাকা উচিত।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, অতীতে দেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে-স্কুল-কলেজের ভবন নির্মিত হলেও শিক্ষক-শিক্ষার্থীদের মানোন্নয়নে উদ্যোগ ছিল না। এতে একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা শুধু দৃশ্যমান প্রকল্পে আগ্রহী থেকেছে।

তিনি আরও বলেন, “দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে, যেখানে কিছু সুবিধাভোগী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা সবসময়ই সংস্কারবিরোধী।”

সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “অতীতে অনেক রাজনৈতিক দল আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। তবে আমরা এখন পরিবর্তনের পথে। গত বছরের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বড় রূপান্তরের সূচনা হয়েছে।”

তিনি জানান, সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি ‘নাগরিক মেনিফেস্টো’ প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতের নীতি-পরিকল্পনায় নাগরিকদের অগ্রাধিকার প্রতিফলিত করবে।

আপনার জেলার সংবাদ পড়তে