চট্টগ্রামের হাটহাজারীতর আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৯,৩০ ও ৩১শে অক্টোবর অনুষ্ঠিতব্য ৩দিন ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের পৌরসদর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আল আমিন সংস্থার সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ।
তিনি সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলরন আপনারা জাতির বিবেক, সমাজের পথপ্রদর্শক। আপনাদের কলম ও সংবাদ দিয়ে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আমাদের সমাজ আজ নানা বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে। এই অন্ধকার দূর করার একমাত্র পথ - আল্লাহর কালামকে হৃদয়ে স্থান দেওয়া, জীবনে তা প্রয়োগ করা। আমাদের এই মাহফিলের উদ্দেশ্যই হলো, সেই কুরআনের বাণীকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলা - যাতে ঘরে ঘরে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে।
আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয়, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতার যে ছায়া নেমে এসেছে - তা দূর করার একমাত্র পথ হলো আল্লাহর বাণী, পবিত্র কুরআনের দিকনির্দেশনা। এই উপলব্ধি থেকেই আল-আমিন সংস্থা আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৫ তারিখে, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক “তাফসীরুল কুরআন মাহফিল”।
এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। তাঁদের গভীর তাফসীর, হৃদয়স্পর্শী বয়ান ও প্রজ্ঞাময় আলোচনা কুরআনের সঠিক মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।আল-আমিন সংস্থা সর্বদা সমাজকল্যাণ, মানবসেবা ও ইসলামি চেতনা বিকাশে নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য কাউকে বিভক্ত করা নয়, বরং সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা - কুরআনের ছায়াতলে একটি নৈতিক, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।আমাদের এই মাহফিলের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান নয়; বরং সমাজে আল্লাহভীতি, নৈতিকতা ও শান্তির বার্তা পৌঁছে দেওয়া - যেন ঘরে ঘরে কুরআনের আলো জ্বলে ওঠে।গণমাধ্যম সমাজের দর্পণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সংবাদ, কলাম ও প্রতিবেদন এই মাহফিলের বার্তা হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা যেমন সত্য তুলে ধরে সমাজে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেন।
গনমাধ্যম কর্মীদের লেখনী, সত্যের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন, সেই কলমের শক্তি দিয়ে এই মাহফিলের বার্তা জনে জনে ছড়িয়ে দিন। আমরা সাংবদিকদের সহযোগিতা, আন্তরিক উপস্থিতি ও ইতিবাচক প্রচারের আহ্বান জানাচ্ছি।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী,মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া,মুফতী মুহাম্মদ,মাওলানা মাহমুদুল হোসাইন,মুফতী নাছির উদ্দিন,মাওলানা হাফেজ উসমান,মাওলানা শফিউল,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা ওজাইর হামিদী,মাওলানা আবুল হাশেম,মাওলানা ইশতিয়াক সিদ্দিকী,মুফতী রাশেদুল্লাহ প্রমূখ।