যশোরের অভয়নগর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, শেখ আবুল কাশেম, বিদেশ ফেরত নারী কর্মী মিরা বেগম ও পুরুষ কর্মী আবু সুফিয়ান। সেমিনার সঞ্চালনা করেন, যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।
বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বৈধ পথে বিদেশে গমন ও রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ সময় বক্তারা অবৈধ দালালচক্রের প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর জেলায় ১ লাখ ২৫ হাজার ৮৫৩ জন বিদেশ গমন করেছেন। যার মধ্যে ২০২৩ সালে ২৬ হাজার ১৯ জন, ২০২৪ সালে ১৩ হাজার ৯০৪ জন এবং ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৯ হাজার ২২ জন বিদেশ গমন করেন।