গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:১৯ পিএম
গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোডাউন ও পথসভা

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ফরহাদ হোসেন নিয়নের মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জিয়া মঞ্চ ও জাসাসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ওভারপাসের নিচে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসাস আহবায়ক বজলুল করিম রপু, সাদুল্লাপুর উপজেলা জাসাস সভাপতি মাসুদ মিয়া, সাবেক যুবদল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা জাসাস সহ-সভাপতি রাশেদুল ইসলাম ও পৌর জাসাস সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ। এসময় বিএনপি, জিয়া মঞ্চ ও জাসাস’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. নিয়নের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সভাস্থলে সমবেত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে