বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন প্রার্থীদের গনসংযোগ চলছে। গতকাল ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার কাউরিয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদল খালেক মাঝি,গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম রিপন খান, গুয়াবারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মহিউদ্দিন টিপু হাওলাদার হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুলাইমান মোল্লা সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মাইনুদ্দিন বেপারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ জানান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবে তাঁকেই আমরা বিজয়ী করব।দলীয় মনোনয়ন পেতে তিনি শতভাগ আশাবাদী।কারন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজ ব্যক্তি কে দলের মনোনয়ন দিবেন।