ফেব্রুয়ারির নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: প্রেস সচিব

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫, ০৪:১২ পিএম | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ পিএম
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “ফেব্রুয়ারির নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।”

শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে। এবারের নির্বাচনে দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিলের চারটা নির্বাচন হয়েছে। এখানে ভোটার উপস্থিতি অনেক। জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।”

প্রেস সচিব আরও বলেন, “শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। জুলাইয়ে যারা আত্মত্যাগ করলেন, তারা আবার দেশকে নতুন একটি গণতান্ত্রিক দেশে পরিণত করেছেন। প্রতি বছর ৫ আগস্ট আমরা জুলাই শহিদদের স্মরণ করবো। সেখানে তাদের আত্মত্যাগের কথা বলবো।”

‘গত ১৭ বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা ঘুস খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে