‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাইকেল র্যালি। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। র্যালিটি ঈদগাহ রোড থেকে ফায়ার সার্ভিস রোড, সি অ্যান্ড বি মোড়, চিড়িয়াখানা, ডিআইজি অফিসের সামনে হয়ে ইউ-টার্ন নিয়ে আবার সি অ্যান্ড বি মোড় ও ফায়ার সার্ভিস রোড পেরিয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে ভোর থেকেই ঈদগাহ মাঠে জমে ওঠে সাইক্লিস্টদের মিলনমেলা। র্যালির আগে আয়োজিত সাইকেল স্ট্যান্ড শো দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়। র্যালিতে অংশ নেয়া সাইক্লিস্টদের ভাষ্য, সাইকেল মনকে প্রফুল্ল রাখে। এটি একটি উপকারী শারীরিক ব্যায়াম, যা বিভিন্ন রোগ-শোক থেকেও শরীরকে মুক্ত রাখতে সহায়তা করে। তাই সবার সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা দরকার। তারা আরো বলেন, এই নগরীতে বাড়ছে যানজট, দূষণ ও কালো ধোঁয়া। এসব সমস্যার সমাধানে চাই বাইসাইকেলের ব্যবহার। আর তার জন্য দরকার পৃথক সাইকেল লেন। রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি বলেন, সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম যদি এই অভ্যাস গড়ে তোলে, তাহলে রাজশাহী আরও সুন্দর ও প্রাণবন্ত শহরে পরিণত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি। তিনি একইসঙ্গে রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল র্যালি কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন। আয়োজকরা জানান, বাড়তে থাকা যানজট, দূষণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সাইক্লিং হতে পারে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যতের ভিত্তি। তারা বলেন, বাইসাইকেলের ব্যবহার শুধু সময়ের প্রয়োজনে নয়, এটি এক নতুন জীবনের অংশ হয়ে উঠুক এই আহ্বানেই আয়োজনের সার্থকতা।