চৌমুহনীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০২:৫৭ পিএম
চৌমুহনীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামি ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩৯) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে শুক্রবার রাত দুইটার সময় জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ০৩নং ওয়ার্ডের আলীপুর গ্রামে খালপাড়ে মন্নান মিয়া বাড়ীর সামনে থেকে তাকে আটক করে। সে ফেনী পৌরসভার উওর চাড়িপুর গ্রামের হাজী আব্দুল জব্বার বাড়ীর -মৃত আবদুল সোবহান এর পূএ। এ সময় তার কাছ থেকে ১০ (দশ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক)টি পুরাতন ২০০৩ মডেলের প্রাইভেটকার উদ্ধার করা হয় । 

ঘটনার বিবরণে জানা যায়, ২৩ তারিখ র‍্যাব-১১    চৌমুহনী এলাকায় রাত্রীকালীন টহল টিম ডিউটি  করা অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৭-৮০৩১ যোগে ফেনী জেলা হতে নোয়াখালীর দিকে আসছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে র‍্যাব আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য 

 রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে চৌমুহনী বাজারে রেলগেটের সামনে চৌমুহনী - চৌরাস্তা সড়কে চেকপোস্ট বসিয়ে নজরদারী শুরু করেন। গাড়িটিকে সংকেত দিলে আসামী মোঃ সাদ্দাম না থামিয়ে কৌশলে ওভারটেক করে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব গাড়িটির পিছনে ধাওয়া করে আটক করে। তার কাছ থেকে (দশ) কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার করা হয়।  এ বিষয়ে কারো র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার মিঠুন কুন্ডুর জানান, 

 আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  বেগমগঞ্জ থানায় উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।  বেগমগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। 

আপনার জেলার সংবাদ পড়তে