গোহাট্টা জামে মসজিদে নামাজ শেষে আশরাফ উদ্দিনের প্রচারণা

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:০৯ পিএম
গোহাট্টা জামে মসজিদে নামাজ শেষে আশরাফ উদ্দিনের প্রচারণা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোহাট্টা বায়তুল মামুর জামে মসজিদে (২৪ অক্টোবর) শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা আলহাজ্ব আশরাফ উদ্দিন।

নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আপনাদের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচন করছি। যদি আপনারা আমাকে দোয়া ও ভোট দিয়ে সুযোগ দেন, আমি মোগড়াপাড়াকে একটি আধুনিক, সেবা-নির্ভর ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি কাজ করতে চাই। উন্নয়ন হবে সবার জন্য, কোনো দল বা শ্রেণির জন্য নয়।

নামাজ শেষে স্থানীয় প্রবীণ, তরুণ ও সাধারণ মুসল্লিরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। অনেকে তার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমর্থন জানান। এলাকাবাসীর ভাষায়, আশরাফ উদ্দিন বহু বছর ধরে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রেখে আসছেন যা তাকে জনগণের কাছাকাছি নিয়ে এসেছে। এরপর দিনব্যাপী তিনি গোহাট্টা ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। নারী ভোটারদের কাছেও তিনি উন্নয়নের বার্তা পৌঁছে দেন।

প্রচারণায় তার সঙ্গে ছিলেন স্থানীয় যুবক, পেশাজীবী, মসজিদ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাদের অংশগ্রহণে পুরো এলাকায় এক প্রকার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় তরুণদের কেউ কেউ জানান, আশরাফ উদ্দিন ভাই কোন রাজনীতিবিদ নন তিনি একজন দানশীল ও আন্তরিক মানুষ। তিনি তরুণদের নিয়ে কাজ করতে চান তাই আমরা সব সময় তার পাশে আছি।

দিনব্যাপী এই গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিনের প্রতি সমর্থনের জোয়ার দেখা যায়। মোগড়াপাড়ার মানুষ এখন পরিবর্তনের আশায় তাকিয়ে আছে যে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারেন আলহাজ্ব আশরাফ উদ্দিনের মতো সৎ ও জনবান্ধব প্রার্থী।

আপনার জেলার সংবাদ পড়তে