পোরশায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতার ১

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৪:১৪ পিএম
পোরশায় নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেফতার ১

নওগাঁর পোরশায় নারী ও শশিু নির্যাতন দমন আইনরে মামলায় মুসা (৫৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শুক্রবার উপজেলার শ্রীকলা নতুনপুকুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা বেগমের করা মামলায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ইমাম পোরশা গবিরাকুড়ি গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে। মামলা সূত্রে জানাগেছে, মুসা শ্রীকলা নতুনপুকুর জামে মসজদিরে ইমাম। ফাতেমার ছেলে নুর মোহাম্মদ (১১) শ্রীকলা আফজালুল উলুম মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়ালেখা করে। নুর মোহাম্মদ ২৩ অক্টোবর দিবাগত রাত অনুমানীক ৮টায় শ্রীকলা নতুনপুকুর জামে মসজেিদ নামাজ পড়তে যায়। নামাজ পড়ে নুর মোহাম্মদ বাড়িতে না আসলে তার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একর্পযায়ে মসজেিদ গিয়ে তার ছেলের জুতা দেখতে পায় এবং মসজিদে কোন মুসল্লি নেই আলো বন্ধ দখেতে পান। এসময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে ফাতেমা তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করেছেন বলে নিশ্চিত হন। পরে কথাকাটির একপর্যায়ে ইমাম সাইকেল যোগে পালানোর চেষ্টা করলে ফাতেমার চিৎকারে গ্রামের লোকজন জড় হয়ে ইমাম মুসাকে আটক করেন।  রাতেই উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এবিষয়ে নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে মসজিদের ইমাম মুসা তাকে মসজিদের ভিতরে বলাৎকার করেছেন বলে নিশ্চিত করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেছেন এবং গ্রেফতাকৃত ইমামকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে