বাঘায় পরিত্যাক্ত মাটির দেওয়াল চাপায় নারী নিহত

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৪:২৩ পিএম
বাঘায় পরিত্যাক্ত মাটির দেওয়াল চাপায় নারী নিহত
রাজশাহীর বাঘায় স্বামীর পরিত্যাক্ত মাটির দেওয়াল চাপা পড়ে  তাহমিনা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের তাহমিনা বেগম স্বামীর রেখে যাওয়া ঘরে বসবাস করতেন। এ বছর প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ায় মাটির তৈরী দেওয়াল ঘর দূর্বল হয়ে যাওয়ার পরে এ ঘরে বসবাস করছিলেন। এ সময় সে ঘরের মধ্যে ছিলেন। হটাৎ সন্ধ্যার দিকে দেওয়াল ধসে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পাকুড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বার আমিরুল ইসলাম।
আপনার জেলার সংবাদ পড়তে