কলারোয়ায় ওফাপুর খাল পুন:সংস্কারে উদ্বোধন করা হয়েছে। খালটির পুন:সংস্কারে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম, ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মশিউর রহমান, উত্তরণের ডাব্লিউ সিও মাজাহারুল ইসলাম, উপ-সহকারী কৃষি গবেষক ওলিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার তাপস মজুমদার, ইউপি সদস্য সাহাজান সরদার, উত্তরণের ডাব্লিউ সিএফ খোকন সরদার, দিপংকর মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। রোবরার সকাল ১০টার দিকে খালটির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কামারালী (মান্দারতলা) মাঠ থেকে ওফাপুর প্রাইমারী স্কুল পর্যন্ত ১৬৮০ মিটার খালের শুভ উদ্বোধন করেন ইউএনও জহুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার। উল্লেখ্য-ওফাপুর খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওফাপুর মাঠপাড়া মাঝের খাল পুন:সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এর আগে ২০২৩ সালে রাজকীয় নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ও উত্তরণ এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় ওই খালটি পুন:খনন করা হয়েছিল।