কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের কান্ডারি আজিজুল বারী হেলালের পক্ষে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৬নং নেহালপুর ও দেবীপুর ওয়ার্ডে রয়েল আজমের বাসভবনে জাতীয়তাবাদী মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪ টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক মোসা: মনিরা ইয়াসমিন।
রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রয়েল আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদার, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্জ কমিটির ৩নং সদস্য মো. কবির শেখ।
এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, জাহিদুল ইসলাম রবি, শাহাজামান প্রিন্স, জালাল শেখ, নিজাম উদ্দিন টিটু, সাইফুল ইসলাম আফসার, . ফরহাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন হিবু, সাদিকুরদ্দৌলা টিটু, মো ওমর ফকির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মো. সিয়াম ফকির, মহিলা দল নেত্রী আকলিমা বেগম, রাবেয়া পারভীন ময়না, রেহানা পারভীন, ফজিলাতুন্নেছা পাখি, নূরজাহান বেগম, আফজাল শেখ, আরমান শেখ, নাঈম, জলিল শেখ, রাজু প্রমুখ।