হোমনায় ছাত্রদল নেতা জোবায়েদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১৩ পিএম
হোমনায় ছাত্রদল নেতা জোবায়েদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

কুমিল্লার হোমনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজের পর জুবায়েদের গ্ৰামের বাড়ি হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জোবায়েদ হোসেনের পরিবার এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে পরিবার, স্বজন, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন। তারা বলেন, এমন নির্মম হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, বর্তমান কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. রুহুল ইসলাম মণি বিকেলে জুবায়েদের কবর জিয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এসময় তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত সপ্তাহে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত জোবায়েদকে উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও ক্ষোভ নেমে এসেছে। শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

দোয়া মাহফিল শেষে তার আত্মার শান্তি ও পরিবারের প্রতি ধৈর্য ধারণের প্রার্থনা করা হয়। একই সঙ্গে দ্রুত বিচারের  মাধ্যমে জুবায়েদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে