চিরিরবন্দরে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় সূখীপীর স্কুল মাঠে দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর চিরিরবন্দর জোনাল অফিসের আয়োজনে প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) মোঃ আকতার হোসেন।
চিরিরবন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মিনাজ উদ্দিন সেখ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, দিনাজপুর উত্তর গোবিন্দপুর সদর দপ্তরের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম-অর্থ) এস এম তারেকুজ্জামান, দিনাজপুর সদর দপ্তরের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম, ওএন্ডএম) আকতারুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম- আইসিটি) রাকিব বিন তাসিন, চিরিরবন্দর জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী বলরাম কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলাটি সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আকতার হোসেনের অধিনায়কত্বে দিনাজপুর সদর দপ্তর দল ও চিরিরবন্দর জোনাল অফিসের ডিজিএম মোঃ মিনাজ উদ্দিন সেখ এর অধিনায়কত্বে চিরিরবন্দর জোনাল অফিস দলের মধ্যে ১-১ গোলে ড্র হয়। রেফারীর দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসেন, জাহিরুল ইসলাম ও হিমেল হক।