ভালুকায় বন বিজ্ঞপ্তিত জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে উপজেলার উথুরা বাজারে মানববন্ধন করেছে এলাকাবী। মনববন্ধন শেষে সমাবেশ করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন এসব ভুমিতে মানুষ দির্ঘদিন যাবত বসবাস করে আসছে। বনবিভাগ বনভুমি দাবি করে,কোন প্রকার না জানিয়ে ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। ঘরবাড়ির ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান করতে দেয়া হবে না। অন্যথায় তারা কঠোর আনন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।
ভালুকা উথুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, তিনি সরকারি সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করছেন। তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। কিছু মানুষ বনভুমির শতশত একর জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।