প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্যাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। গৌরবের ৭২ বছরের এই পুনর্মিলনী উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে রাবি ক্যাম্পাস। দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানকে সামনে রেখে আইন বিভাগে আগত সাবেক শিক্ষার্থীদের অনেকেই একে অপরকে বহুদিন পর দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা গান বাজনা এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন। অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা আইন বিভাগের গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে এই বৃহৎ পুনর্মিলনী। এখানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একই পরিসরে অতীতের স্মৃতিকে নতুন করে স্মরণ ও উদ্যাপন করতে মিলিত হবেন। এই মিলনমেলায় সংশ্লিষ্ট সবার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক হবে।