প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শাসনামলে এমন এক পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে ভিন্নমত প্রকাশ করাই ছিল অপরাধ। এতে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এক প্রকার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, “ফ্যাসিবাদী সময়েও নয়া দিগন্ত ছিল সাহসী কণ্ঠ। তখন প্রায় সব গণমাধ্যম একই বয়ানে, একই সুরে কথা বলছিল।”
তিনি বলেন, “৭৫-এর পর শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু যা তিনি করতে পারেননি, তাঁর মেয়ে শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করেছেন। তাঁর সময় সব গণমাধ্যম এক সুরে কাজ করেছে, শুধু নয়া দিগন্তসহ হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম ছাড়া।”
প্রেস সচিব আক্ষেপ করে বলেন, “বিপ্লবের জন্য সংবাদপত্র অপরিহার্য হলেও ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে কেউই তখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার সাহস দেখায়নি। এমনকি একটা ইংরেজি দৈনিকও তখন সত্য তুলে ধরতে পারেনি। অথচ দমন-নিপীড়নের গল্পগুলো সবার সামনে আসা দরকার ছিল।”
তিনি আরও বলেন, “তখন একটি ‘ন্যারেটিভ’ বা বয়ান জোরপূর্বক সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা প্রতিবাদকে অপরাধে পরিণত করেছিলেন, অথচ প্রতিবাদ করাটাই ন্যায়ের অংশ। এসব ইতিহাস লিখে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”