চাটমোহর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা শনিবার প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা,বার্ষিক সাধারণ সভা ও প্রেসক্লাবের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। একইসাথে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম হাসান মিলনের ছেলে আবির হাসানের অকাল মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশসহ শোক প্রস্তাব গৃহিত হয়। আলোচনায় অংশ নেন,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য তুষার,প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিমুল বিশ্বাস,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইকতেখার আহমেদ টুটুল,কার্যকরী সদস্য শামীম হাসান মিলন ও মোঃ সাইফুল ইসলাম।