ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

এফএনএস (ঝালকাঠি) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৪:০৮ পিএম
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরেহি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন (পদ স্থগিত) নিহত হয়েছে। শবিবার পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা শংকামুক্ত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানের পরই জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটর সাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পরে যায়। তাকে কর্দমাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

নাসিম আকনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়া উদ্দীন হায়দার, কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক নান্নু, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব আ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আ্যডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকত।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পরে যায়। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে তার মৃত্যুর খবরে বিএনপি ও বিভিন্ন সংগঠনসহ পুরো উপজেলা জুড়ে শোক বিরাজ করছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসাস্থল। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক। আগামীকাল রোববার সকাল ১০ টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে