কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের দাবীতে উপজেলার মাইজচর ইউনিয়নের সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহাব বাজিতপুর বাজারে, মাইজচর ইউনিয়ন, নিকলীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহাব ১৯৯২ সালে উপসচিব হিসেবে, ২০০১ সালে যুগ্ম সচিব, ২০০৪ সালে অতিরিক্ত সচিব, ২০০৭ সালে সচিব ও ২০০৮ সালে অবসর গ্রহণ করার আগ পর্যন্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আজ শনিবার কয়েকশ নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।