ভালুকায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর বহিস্কারাদেশ প্রত্যাহারের আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাচ্চু গ্রুপের নেতাকর্মীরা । শনিবার সকালে আনন্দ মিছিলটি ভালুকা সরকারী ডিগ্রী কলেজ থেকে বের হয়ে মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড দিয়ে সিটি গার্ডেনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ভালুকা সরকারী কলেজ মাঠে সমাবেশ করা হয়েছে।
উল্লেখ্য ৫ আগষ্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর বিরুদ্ধে চাঁদাবাজি,জমিদখল সহ নানা অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রিয় কমিটি ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বিহিস্কার করা হয়। এসব অভিযোগে ভিত্তিতে কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে প্রধান আসামী ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।