বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে মনিগ্রামের জয়

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ পিএম
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে মনিগ্রামের জয়
রাজশাহীর বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে মনিগ্রাম ফুটবল একাদশ জয়লাভ করেছে। শনিবার বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করেন মনিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, বাউসা ইউপির ভারপ্র্যপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বিএনপি নেতা শাহিন মন্ডল, আফাজ উদ্দীন, রেজাউল করিম বাদশা প্রমুখ। খেলা পরিচালনা করেন রবিন খান, সুজন মাহমুদ ও আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়। ২৮ অক্টোবর প্রথম সেমি ফাইনালে অংশ নিবেন বাঘা ও আড়ানী পৌরসভা।
আপনার জেলার সংবাদ পড়তে