মোল্লাহাটে সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ পিএম
মোল্লাহাটে সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাটে একাদশ পল্লীর উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শ্যামা পূজা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর ৪৫তম পূজাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে গড়ে উঠেছে এক অনন্য সম্প্রীতির পরিবেশ, যা রূপ নিয়েছে সর্বজনীন উৎসবে।

গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব প্রতিদিনই এলাকাজুড়ে তৈরি করছে আনন্দ ও উৎসবের আমেজ। সন্ধ্যা নামতেই মেলা প্রাঙ্গণ ও পূজামণ্ডপে ভিড় জমাচ্ছে বিভিন্ন ধর্মের দর্শনার্থীরা।

গত শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। তিনি বলেন, “এ দেশ সকল ধর্ম ও জাতির মানুষের-এখানে বিভেদ নয়, সম্প্রীতিই আমাদের শক্তি। সকলের ঐক্যেই গড়ে উঠবে সোনার বাংলাদেশ।”

এ সময় তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা হ্যান্ডবিলও বিতরণ করেন।

পরবর্তীতে রাত ৯টার দিকে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে দেশ গঠনে ঐক্য ও সম্প্রীতির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক সহ বিভিন্ন স্তরের সাংবাদিক ও অতিথিরাও উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

আয়োজক কমিটির সভাপতি নরেন্দ্রনাথ রায় ও সাধারণ সম্পাদক ভজন সমাদ্দারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সপ্তাহব্যাপী মেলা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যরে প্রতীক হিসেবে স্থান পেয়েছে।

প্রতিবছরের মতো এবারও শ্যামা পূজা উপলক্ষে চাঁদেরহাট একাদশ পল্লীতে অনুষ্ঠিত এ মেলা স্থানীয়দের কাছে পরিণত হয়েছে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের উৎসবে।

আপনার জেলার সংবাদ পড়তে