যশোর-৫ (মণিরামপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোননীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত জনপদ গড়তে সব ধর্ম-বর্ণ ও পেশাজীবিদের ঐক্যের বিকল্প নেই। দলীয় দৃষ্টিকোনের উর্দ্ধে থেকে আর্তমানবেতার সেবায় নিজের সবটুকু উজাড় করে দিতে চান। শনিবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শুরা সদস্য মাওলানা মহিউল ইসলাম, উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, সহকারি সেক্রেটারি সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটন, এইচএম শামীম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত হোসেন প্রমুখ। সংসদ সদস্য প্রার্থী এড.গাজী এনামুল হক আরো বলেন, উপজেলার ৫ লাখ জনসাধারনের একমাত্র হাসপাতালটি সকলক্ষেত্রে অবস্থা নাজুক। তিনি নির্বাচিত হলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে যাবতীয় কর্মপন্থা অবলম্বন করবেন। জনগন নির্বিগ্নে বসবাস এবং চলাচলের ক্ষেত্রে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন।