চাঁদপুরে ঘুমন্ত স্বামীকে এসিড দিয়ে ঝলসে দিলেন স্ত্রী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৩ পিএম
চাঁদপুরে ঘুমন্ত স্বামীকে এসিড দিয়ে ঝলসে দিলেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধিঃ উচ্চ স্বরে কথা বলায় নিশিরাতে কৌশলে প্রতিশোধ নিতে চাঁদপুরে ঘুমন্ত স্বামীকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী। ঘটনা ঘটানোর পর পর স্থানীয়দের ভয়ে তিনি পলাতক রয়েছেন। ২৫ অক্টোবর শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।

স্থানীয়রা জানান, মোহাম্মদ জলিল নামে এক লোক ২ বিয়ে করেছেন। সেই ২য় স্ত্রীই চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে এই ঘটনা ঘটিয়েছেন। মোহাম্মদ জলিল হচ্ছেন এ জেলারই ফরিদগঞ্জের রামপুর বাজার এলাকার মৃত আবিদ আলীর ছেলে।

স্থানীয়রা আরও জানান, জলিল প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেছিলেন নার্গিস বেগমকে। সেই নার্গিসের বাড়ি ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসা গ্রামের বেলগাছতলা মিজি বাড়ি এলাকায়। কিছুদিন ধরেই জলিলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন চলছিল। কারণ, জলিল গোপনে প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে নার্গিস এক ভয়াবহ পরিকল্পনা করে।

ঘটনার দিন সন্ধ্যায় নার্গিসের সাথে বাকবিতন্ডায় উচ্চ স্বরে কথা বলে জলিল। তার জের ধরে শনিবার দিবাগত রাতে জলিল ঘুমিয়ে থাকা অবস্থায় নার্গিস এসিড এনে জলিলের মুখে ও শরীরে তা ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই ঘরজুড়ে ছটফট করতে থাকেন জলিল। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন জলিল। তার মুখ ও শরীরের বড় অংশ জ্বলে গেছে এসিডে।

এদিকে, আহত জলিলের পরিবারের দাবি, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেন আর কোন নারী এমন অমানবিক কাজ করার সাহস না পায়।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ঘটনা ঘটিয়ে এর পরপরই পালিয়ে যায় নার্গিস বেগম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পলাতক স্ত্রীকে ধরতে তৎপর পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে