২০২৫ সালকে বরণ করতে শিশুদের আনন্দ উল্লাস

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম
২০২৫ সালকে বরণ করতে শিশুদের আনন্দ উল্লাস

শিশুরা আয়োজন করে পিকনিকের। এতে অংশ গ্রহণ করে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর মহল্লার শিশুরা। ২০২৪ সালকে বিদায় ও ২০২৫ সালকে বরণ করতে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। তারা বাজার থেকে কিছু কিনে নাই। নিজ নিজ বাড়ি থেকে চাল, ডিম, তেল, লবন ও মসলা সংগ্রহ করে বাড়ির বাইরে মাটির চুলা তৈরী করে রান্না করে খেয়ে এক সাথে আনন্দ উল্লাস করে।

পিকনিকের আয়োজক ৩১ ডিসেম্বর প্রকাশ করা ফলাফলে উত্তীর্ন ৫ম শ্রেণি পাশ শিক্ষার্থী অংকিতা জানায়, এই পিকনিকে বড়দের নেওয়া হয়নি। পাড়ার ছেলে-মেয়ের সাথে পিকনিক করে মজা করছি। বাজার থেকে আমরা কিছুই কিনে আনিনি। নিজ নিজ বাড়ি থেকে এনে খোলা আকাশের নিচে চুলা বাড়িয়ে রান্না করে এক সাথে খেয়ে আনন্দ করছি।

একই শ্রেণির জান্নাতুল ফেরদৌস সুরমিলা জানায়, আমরা গত বছরও এখানে এই ভাবে পিকনিক করেছিলাম। এবারও আনন্দ করার জন্য পিকনিক করছি। 

হামিদকুড়া মহল্লার সোহেল রানা বলেন, ২০২৪ সালকে বিদায় ও ২০২৫ সালকে বরণ করার জন্য কয়েক দিন থেকে মেয়েরা পিকনিক করতে চাইছিল। তাদের সম্মতি দিয়েছি। তারা পিকনিক করে আনান্দ করে।


আপনার জেলার সংবাদ পড়তে