বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার চরকুলিয়া মুক্তিযোদ্ধা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে সৎ ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে যুব সমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের বিকল্প নেই।”
জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম বলেন, “একটি কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এ অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শিকদার মনিরুজ্জামান, উপজেলা শিবির সভাপতি হাফেজ মিসকাত হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম সিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে মোল্লাহাটের চরকুলিয়া এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।