বিএনপি’র মহাসচিব সালাম তালুকদারের কবর জিয়ারত করলেন শুভ সিদ্দিকী

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০১:০২ পিএম
বিএনপি’র মহাসচিব সালাম তালুকদারের কবর জিয়ারত করলেন শুভ সিদ্দিকী

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান শুভ সিদ্দিকীর গণসংযোগের অংশ হিসেবে বিএনপি’র প্রয়াত মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যরিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেছেন। ২৫ অক্টোবর বাদ জোহর সালাম তালুকদারের পৈত্রিক বাড়ি সরিষাবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত করা হয়। 

মেলান্দহ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমসহ অন্যান্য বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে