কাউখালীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:১৬ পিএম
কাউখালীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলায় সর্বস্তরে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ অক্টোবর) বেলা এগারোটায় উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বর মাঠে  উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

এছাড়া বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় কাউখালী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র সুপার ফাইভ এর তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি'র ৩১ দফা দাবি সহ বিএনপির আদর্শ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এবং দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে সবার একযোগে কাজ করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে