গফরগাঁওয়ে ট্রেনের এক বগি বিচ্ছিন্ন, অন্য বগি নিয়ে চলল দুই কিলোমিটার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:২০ পিএম
গফরগাঁওয়ে ট্রেনের এক বগি বিচ্ছিন্ন, অন্য বগি নিয়ে চলল দুই কিলোমিটার

ঢাকা-ময়মনসিংহ রেলপথে জামালপুর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি রেখে অন্যান্য বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে গেল ইঞ্জিন। এতে এ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১০টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে এই রেলপথ সব ট্রেন নির্ধারিত সময়মতো চলাচল করছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা-কালীর বাজারের মধ্যবর্তী এলাকায় ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে।

জামালপুর এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হলেও ট্রেনের বাকি অংশ প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চলতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চেঁচামেচি শুরু করেন।

গফরগাঁও রেলওয়ে থানার ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছলে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নং- ক বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের অন্য বগিগুলো নিয়ে ইঞ্জিন দুই কিলোমিটার চলে যাওয়ার পর চালক ঘটনাটি বুঝতে পারে। পরে ট্রেনটিকে পুশব্যাগ করে রেখে যাওয়া বগির কাছে নিয়ে আবার বগিটির হুক ঠিক করে পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এসআই গোলাম কিবরিয়া আরও বলেন, তবে এতে কেউ আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি।

আপনার জেলার সংবাদ পড়তে